হেমতাবাদে আফিং সহ গ্রেপ্তার এক যুবক


শনিবার,০৪/০৭/২০১৫
607

 বিকাশ সাহাঃ   ৭৫০ গ্রাম আফিং সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার পুলিশ। উদ্ধার হওয়া আফিং এর আনুমানিক মুল্য দের লক্ষ টাকা। গোপন সুত্রে খবরের ভিত্তিতে শুক্রবার দুপুরে হেমতাবাদ থানার ঠাকুরবাড়ি এলাকা থেকে আফিং সহ মহম্মদ সফিকুল শেখ ( ২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান পাচার করার উদ্দেশ্যে আনা হয়েছিল আফিং গুলি। কোথায় পাচারের উদ্দেশ্যে আফিং আনা হয়েছিল ও কারা এর সঙ্গে যুক্ত সে ব্যাপারে তদন্তে নেমেছে হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ এদিন শনিবার সকালে ধৃত যুবককে রায়গঞ্জ জেলা আদালতে পাঠিয়েছে। RSCN7246

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট