অন্তঘাতের অভিযোগ প্রাক্তন ‘ র ‘ প্রধানের, কান্দাহার অপারেশন !


শুক্রবার,০৩/০৭/২০১৫
344

খবরইন্ডিয়াঅনলাইনঃ    ১৯৯৯ সালে কান্দাহার নিয়ে বিমান অপহরণকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রাক্তন ‘র’ প্রধান এএস দুলত৷ কান্দাহার অপারেশনে অন্তর্ঘাতের অভিযোগ আনলেন তিনি৷ অমৃতসরে বিমানটি যখন নেমেছিল সেই সময় তা আটকাতে পুলিশকে পরিষ্কার নির্দেশ দেওয়া ছিল না৷ ফলে অপহরণকারীরা বিনা বাধায় আফগানিস্থানের কান্দাহারে বিমানটিকে নিয়ে যেতে সক্ষম হয় বলে এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দাবি করলেন প্রাক্তন ‘র’ প্রধান৷

ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপই এই অন্তর্ঘাতের সঙ্গে জড়িত বলেও তাঁর অভিযোগ৷দুলতের দাবি, ‘আইসি-৮১৪ বিমানটি যখন অমৃতসর বিমানবন্দরে দাঁড়িয়েছিল তখন সেটিকে আটকানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে কেউ ইচ্ছেপ্রকাশ করেনি৷ ফলে পুলিশকর্মীদের সেখানে মোতায়েন করার ব্যাপারে পাঞ্জাব পুলিশের কাছে ঠিক সময়ে নির্দেশই পৌঁছয়নি’৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট