আদিবাসী গৃহবধূ খুনের ঘটনায় জড়িত যুবককে গ্রেপ্তার করলো হেমতাবাদ থানার পুলিশ


বৃহস্পতিবার,০২/০৭/২০১৫
682

 বিকাশ সাহাঃ   আদিবাসী গৃহবধূ খুনের ঘটনায় জড়িত থাকায় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার পুলিশ গ্রেপ্তার করলো প্রতিবেশী আদিবাসী যুবক সঞ্জিত পাহানকে (২০)। মঙ্গলবার সকালে পূর্ব গুটিন এলাকায় নিজ বাড়ি থেকে সঞ্জিত পাহানকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিনই দুই দিনের পুলিশি হেপাজত চেয়ে ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পাঠালে বিচারক তা মঞ্জুর করেন। দুই দিন পুলিশি হেপাজতে থাকার পর এদিন বৃহস্পতিবার সকালে ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পাঠায় পুলিশ।
উল্লেখ্য গত ২৬ অক্টোবর ২০১৪ রবিবার রাতে হেমতাবাদ থানার ৫ নম্বর বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত এর পূর্ব গুটিন গ্রামের আদিবাসী পাড়ায় এক আদিবাসী বধূকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে পালায় দুষ্কৃতীরা। মৃত ওই আদিবাসী বধূর নাম ভারতী পাহান (২৭) । তাঁর বাড়ি ওই গ্রামেরই পাহান পাড়া এলাকাতেই। কয়েক বছর আগেই পাহানপাড়া এলাকার ওই বধূর বিয়ে হয় উত্তর দিনাজপুরেরই ইসলামপুর মহকুমা এলাকায় । কালিপুজার মেলা উপলক্ষে তিনি বাপের বাড়ি পাহান পাড়ায় এসেছিলেন । গত ২৬ অক্টোবর রবিবার রাতে মেলা দেখে সেখান থেকে ফেরার পথে দুষ্কৃতীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে । কারা তাকে খুন করল কি উদ্দেশ্যেই বা ওই বধূকে খুন হতে হয়েছে তা জানতে তদন্তে শুরু করেছিল পুলিশ। পুলিশের তদন্তে উঠে আসে গৃহবধূ খুনের সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত মূল পাণ্ডা সঞ্জিত পাহানের নাম। বেশ কিছুদিন গাঁ ঢাকা দিয়েছিল সঞ্জিত। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পরে সে।RSCN7246

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট