উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে একই দিনে জোড়া সংবর্ধনা


বুধবার,০১/০৭/২০১৫
592

 বিকাশ সাহাঃ   হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের শিক্ষক আজ উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বেঞ্জামিন হেমরমের সাফল্য কামনা করে এদিন বুধবার দুপুরে বিদ্যালয়ের তরফ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। ফুলের তোরা দিয়ে বেঞ্জামিন বাবুকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রী সঙ্গীতা দাসকেও বিদ্যালয়ের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়। হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ে চলা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি শেখর রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলমণি সরকার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
এছাড়াও এদিন দুপুরে ৪ নম্বর হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত অফিসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধান ফতেমা খাতুন বেঞ্জামিন বাবুকে সংবর্ধনা জ্ঞাপন করেন। পঞ্চায়েত প্রধান ছাড়াও পঞ্চায়েত সদস্যরা এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বেঞ্জামিন হেমরম আপ্লুত।RSCN7246

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট