এক মাস ধরে বন্ধ থাকার পর পুনরায় চেক বিলি শুরু হল হেমতাবাদে


সোমবার,২৯/০৬/২০১৫
662

বিকাশ সাহাঃ    প্রায় এক মাস ধরে বন্ধ থাকার পর এদিন সোমবার দুপুরে শিলা বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিলি শুরু হল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে। উল্লেখ্য চেক বিলিকে কেন্দ্র করে গত ১৩ মে হেমতাবাদ ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি মৃত্যুঞ্জয় দত্তের নেতৃত্বে বেশ কিছু তৃনমূল কর্মী হেমতাবাদ ব্লক কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহাকে মারধোর করে বলে অভিযোগ ওঠেছিল। সেদিন আহত অবস্থায় শ্রীকান্ত সিনহাকে হেমতাবাদ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তিও করা হয়েছিল। যদিও কৃষি আধিকারিককে মারধোরের অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করেছিলেন ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি মৃত্যুঞ্জয় দত্ত। মৃত্যুঞ্জয় বাবু সেদিন বলেছিলেন ঝড়ের ফলে যেসব কৃষক বাস্তবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাঁদের হাতে চেক তুলে না দিয়ে নিজের পরিচিত লোকদের চেক বিলি করছিলেন হেমতাবাদ ব্লক কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহা। বিগত দিনেও এই কৃষি আধিকারিকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগও উঠেছে।
প্রাণহানীর আশঙ্কা দেখা দেওয়ায় এই ঘটনার পরেই শ্রীকান্ত বাবু জেলা প্রশাসনকে বদলির আর্জি জানালে তাঁকে অন্যত্র বদলী করা হয়। বর্তমানে হেমতাবাদ ব্লক কৃষি আধিকারিক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শক্তিপদ মঙ্গল। এরপরেই বন্ধ হয়ে থাকা চেক বিলির কাজ পুনরায় চালু করার ব্যবস্থা করা হয়। সেই মতো ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এদিন চেক তুলে দেওয়া হয়। গত মাসে শিলা বৃষ্টি ও ঝড়ে হেমতাবাদ ব্লকের ১১৬ টি মৌজার মধ্যে ৬৩ টি মৌজা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এদিনের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদ সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রেমা শেরপা, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমিতা সরকার, হেমতাবাদ ব্লক কৃষি আধিকারিক শক্তিপদ মঙ্গল সহ প্রমুখ। RSCN7246

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট