শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট জয় পেল বৃষ্টি উপেক্ষা করে


সোমবার,২৯/০৬/২০১৫
675

খবরইন্ডিয়াঅনলাইনঃ    প্রথম টেস্টে বৃষ্টি হানা দেয়ার পরও দশ উইকেটে হেরেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টেও বৃষ্টি হানা দিয়েছিল। তবে এবার আর ভুল করেনি লঙ্কানরা। সাত উইকেটের জয় তুলে নিয়েছে তারা।

চতুর্থ দিন শেষে লঙ্কানদের ম্যাচ জিততে দরকার ছিল ১৫৩। পঞ্চম দিন তিন উইকেট হারিয়ে করুনারত্নের অর্ধশতকে তা সহজেই তুলে নিয়েছে দলটি। এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৩২৯ রান করে পাকিস্তান। পরে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ায় আর ব্যাট করতে নামতে পারেনি শ্রীলঙ্কা।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের পক্ষে আজহার আলী তার টেস্ট ক্যারিয়ারে নবম সেঞ্চুরি তুলে নেন। তিনি আউট হন ১১৭ রান করে। আর বাকিদের মধ্যে হাফিজ ৮, শেহজাদ ৬৯, ইউনিস খান ৪০, মিসবাহ ২২, আসাদ শফিক ২৭, শরফরাজ আহমেদ ১৬, ইয়াসির শাহ ০, জুলফিকার বাবর (অপরাজিত) ৭, জুনায়েদ খান ৩ ও ওয়াহাব রিয়াজ ৬ রান করেন।

শ্রীলঙ্কার পক্ষে ধাম্মিকা প্রসাদ ৪টি, অ্যাঞ্জেলা ম্যাথুজ ২টি, রঙ্গনা হেরাথ ১টি ও ধুশমান্থ চামিরা ৩টি করে উইকেট নেন।
আর প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নেমে থারিন্দু কৌশলের বোলিং তোপে সব উইকেট হারিয়ে ১৩৮ রান করে পাকিস্তান। পরে শ্রীলঙ্কা ব্যাটে নেমে সব উইকেট হারিয়ে ৩১৫ রান করে। সিরিজের শেষ ম্যাচটি  হবে ৩ জুলাই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট