মার্সের রোগে মৃত্যু প্রায় ৩২ জনের দক্ষিণ কোরিয়ায়


রবিবার,২৮/০৬/২০১৫
750

খবরইন্ডিয়াঅনলাইনঃ    দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে ৩২-এ দাঁড়িয়েছে। দেশটিতে ভাইরাসটি ছড়ানোর পরিমাণ কমে গেলেও প্রাণহানির সংখ্যা তুলনামূলক বেড়েছে। খবর এএফপি’র।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ গত শনিবার মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম) ভাইরাসে আক্রান্ত ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃতের হার ১৭ দশমিক ৫ শতাংশ বলেও জানানো হয়েছে।

গত সপ্তাহেও দেশটিতে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃতের হার ছিল ১৫ শতাংশ। দুই সপ্তাহ আগে এ হার ছিল ১০ শতাংশ।

দেশটিতে মার্স ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যর হার তুলনামূলক বাড়লেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ করা হারের তুলনায় বেশ কম আছে। সংস্থাটির মতে বিশ্বব্যাপী ভাইরাসটিতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ৩৬ শতাংশ।

দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮২ জন। এর মধ্যে ৫০ জনের অবস্থা গুরুতর।

আরও বলা হয়েছে, এ পর্যন্ত ভাইরাসমুক্ত হওয়ার পর ৯১ রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ২ হাজার ৫৬২ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দেশটিতে গত ২০ মে সৌদিফেরত এক ব্যক্তির দেহে প্রথম ভাইরাসটির উপস্থিতি লক্ষ্য করা যায়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট