বিকাশ সাহাঃ স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার শিক্ষক। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের পূর্ব পাড়ার বাসিন্দা অভিযুক্ত শিক্ষকের নাম দীনবন্ধু রায় চৌধুরী (৪৬)। তিনি রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। পুলিশ সুত্রের খবর, ২০ জুন শনিবার রাতে দীনবন্ধু বাবুর স্ত্রী শিপ্রা রায় চৌধুরীকে হেমতাবাদের বাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় হেমতাবাদ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে রায়গঞ্জ জেলা হাসপাতাল ও পরে শিলিগুড়ির একটি বেসরকারী নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন গত ২৫ তারিখ বৃহস্পতিবার বিকেলে মারা যান শ্রিপ্রা দেবী। এরপরেই শ্রিপ্রা দেবীর পড়িবারের তরফ থেকে স্বামী দীনবন্ধু বাবুর নামে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জানান হয়। সেই অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ির ভক্তিনগর থানার সহযোগিতায় হেমতাবাদ থানার পুলিশ শুক্রবার সন্ধ্যায় দীনবন্ধু রায় চৌধুরীকে গ্রেপ্তার করে। এদিন শনিবার তাঁকে রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়। বিকাশ সাহা
স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে হেমতাবাদে গ্রেপ্তার শিক্ষক
শনিবার,২৭/০৬/২০১৫
630