বাংলাদেশের ছবি ‘ অগ্নি – ২ ‘ অনেকগুলি দেশে মুক্তি পাচ্ছে


শুক্রবার,২৬/০৬/২০১৫
794

খবরইন্ডিয়াঅনলাইনঃ    জাজ মালিটমিডিয়া প্রযোজিত ‘অগ্নি-২’ ছবিটি বাংলাদেশে  ঈদুল ফিতরের দিন। আর ঈদের পর ১৪ই আগস্ট মুক্তি দেওয়া হবে আন্তর্জাতিকভাবে। এ দিন একযুগে নয়টি দেশে ছবিটি মুক্তি পাবে। সেই সঙ্গে বাংলা ভাষার বাইরে আরও তিনটি ভাষায় ডাবিং করে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।

জাজ মাল্টিমিডিয়ার সিইও আলীম উল্লাহ খোকন বলেন, ‘আমরা শুধু দেশে নয়, আন্তর্জাতিক বাজারও ধরতে চাই। সে লক্ষ্যেই আমরা অগ্নি-২ ছবি দেশের বাইরেও মুক্তি দিতে যাচ্ছি।’

জানা গেছে  বাংলা, মান্দারিন (চায়নিজ) ও মালয় ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে ছবিটি। থাকবে ইংরেজি সাবটাইটেলও। আর বাংলাদেশের বাইরে ভারত, চীন, হংকং, মালয়েশিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইটালি ও যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

ইফতেখার চৌধুরী ও হিমাংশু পরিচালিত এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ওম। এছাড়া আরও অভিনয় করেছেন অমিত হাসান, আশিষ বিদ্যার্থী ও টাইগার রবি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট