মদন মিত্রের জামিন খারিজ করল আদালত


বৃহস্পতিবার,২৫/০৬/২০১৫
696

খবরইন্ডিয়াঅনলাইনঃ    রাজ্যের মন্ত্রী মদন মিত্রর জামিনের আর্জি ফের খারিজ করে দিল আলিপুর জেলা ও দায়রা আদালত। মদন মিত্র অত্যন্ত প্রভাবশালী।জামিনে ছাড়া পেলে সারদা মামলার একাধিক প্রমাণ নষ্ট করতে পারেন। এই যুক্তি দেখিয়ে পরিবহণ মন্ত্রীর জামিনের বিরোধিতা করল সিবিআই। সিবিআইয়ের আইনজীবী আদালতে বলেন, গ্রেফতার হওয়ার ১৯৫দিন পরও সাসপেন্ড করা হয়নি মদন মিত্রকে। মন্ত্রী পদেই দিব্যি বহাল রয়েছেন তিনি।এর থেকেই বোঝা যায় মদন মিত্র কতটা প্রভাবশালী। এছাড়াও,একাধিক ইউনিয়নের নেতা তিনি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে। জামিনে ছাড়া পেলে সারদা মামলার তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন তিনি।অপরদিকে এদিন জামিনের পক্ষে সওয়াল করতে গিয়ে আদালতে মুখ্যমন্ত্রীর নাম টেনে আনেন পরিবহণমন্ত্রীর আইনজীবী। এক আমানতকারীর সিবিআইকে দেওয়া জবানবন্দির অংশ উল্লেখ করে তিনি বলেন, ওই আমানতকারী জানিয়েছেন, সারদার এমপ্লয়িজ ইউনিয়নের অফিসে মদন মিত্রর নামাঙ্কিত বোর্ড দেখে তিনি যেমন ভরসা পেয়েছিলেন, তেমন কলম পত্রিকার উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে দেখেও তিনি সারদায় লগ্নি করার ব্যাপারে আশ্বস্ত হন। পাশাপাশি উত্তরবঙ্গের এক রাজনৈতিক নেতার মুখে সারদার প্রশস্তি শুনেও তিনি ভরসা পান। জবানবন্দিতে এতজনের নাম থাকা সত্ত্বেও, শুধু মদন মিত্র কেন জেলবন্দি? তাঁকে কেন বলির পাঁঠা করা হচ্ছে?সারদা আর্থিক কেলেঙ্কারির ব্যাপকতার প্রসঙ্গ উল্লেখ করে মদনের জামিনের আর্জির যৌক্তিকতা খারিজ করে দিলেন বিচারক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট