খবরইন্ডিয়াঅনলাইনঃ ৪০ বছর আগে আজকের দিনে জারি হয়েছিল জরুরি অবস্থা। দিনটিকে দেশর অন্ধকারতম অধ্যায়ের সূচনা বলে চিহ্নিত করে বৃহস্পতিবার ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ট্যুইট করে মোদী লিখেছেন, “জরুরি অবস্থায় আমাদের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করেছিল তত্কালীন রাজনৈতিক নেতৃত্ব। কিন্তু জয়প্রকাশ নারায়ণের ডাকে দলে দলে পুরুষ-মহিলা ভারতের গণতন্ত্র বাঁচাতে আত্মবিসর্জন দিয়েছেন। আমাদের গণতন্ত্র রক্ষাকারী সেই লক্ষ লক্ষ মানুষের জন্য আমরা গর্বিত। আজকের দিনে অনেক পুরনো স্মৃতি ফিরে আসছে। তরুণ বয়সে জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনে নেমে ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখেছি।”
তিনি আরও বলেছেন, জরুরি অবস্থায় তিনি বহু নেতা-নেত্রীকে কাছে থেকে দেখেছেন, তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। অনেক বিখ্যাত সংগঠনের সঙ্গে কাজ করে সঞ্চয় করেছেন অভিজ্ঞতা। সেই সময় প্রত্যেকেই একটা উদ্দেশ্য নিয়েই লড়ছিলেন, গণতন্ত্রকে দেশের মাটিতে ফের ফিরিয়ে আনার লক্ষ্যে। একটা দেশের উন্নয়ন নির্ভর করে সেই দেশের গণতান্ত্রিক কাঠামোর ওপরই। তিনি দেশের প্রতিটি জনসাধারণকে আহ্বান করেছেন, যেকোনও মূল্যে আমরা সবাই মিলে সেই গণতন্ত্রকেই সফল করব।