আইসিসি’র প্রেসিডেন্ট হলেন জাহির আব্বাস


বৃহস্পতিবার,২৫/০৬/২০১৫
632

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জহির আব্বাস। বারবাডোসে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার বার্ষিক সভায় তাকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল গত এপ্রিলে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর ৬৭ বছর বয়সী জহিরকে বেছে নিয়েছে সংস্থা। নিয়ম অনুযায়ী বিশ্বকাপ জয়ী দলের হাতে ট্রফি তুলে দেবে আইসিসি সভাপতি। কিন্তু কামালকে পাশ কাটিয়ে সর্বশেষ ২০১৫ সালের বিশ্বকাপের জয়ী দল অস্ট্রেলিয়ার হাতে ট্রফি তুলে দেন সংস্থার চেয়ারম্যান এন. শ্রীনিবাসন। এমন আচরণের প্রতিবাদ জানিয়ে সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন কামাল।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় জহির বলেছেন, ‘আইসিসির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়ায় গর্ববোধ করছি আমি।’ পাকিস্তানের হয়ে ৭৮টি টেস্ট ও ৬২টি ওয়ানডে খেলেছেন জহির।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট