খবরইন্ডিয়াঅনলাইনঃ ললিত মোদির নিশানায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।সুষমা স্বরাজ, বসুন্দরা রাজের পর এবার নাম জড়াল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। সোমবার রাতে টুইট করে লোলিত জানান যেইসব বিসিসিআই সদস্যরা টিএ/ডিএ স্বরূপ বোর্ডের কাছ থেকে মোটা টাকা নিয়েছিলেন তাদের মধ্যে অরুণ জেটলি ছিলেন। শুধু টাকা নেওয়ার কথাই নয়, লন্ডনে জেটলি তার সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করেন বলেও টুইটে জানিয়েছেন ললিত। মোদি লিখেছেন, “অরুণজেটলি যখন আপনি বিরোধী দলনেতা ছিলেন তখন কি শ্রী ললিত মোদির সঙ্গে লন্ডনে এসটিজেমসকোর্টে বহুক্ষণ বৈঠক করেছিলেন।” বিসিসিআইয়ের কাছে থেকে সুবিধা নেওয়ার প্রসঙ্গে তার টুইটে উঠে এসেছে কংগ্রেসের কিছু সাংসদের নামও।
ললিত মোদী কাণ্ডে এবার অর্থমন্ত্রী অরুণ জেটলি
মঙ্গলবার,২৩/০৬/২০১৫
388