উপ রাষ্ট্রপতি হামিদ আনসারি যোগ দিবসে আমন্ত্রণ পাননি


সোমবার,২২/০৬/২০১৫
337

খবরইন্ডিয়াঅনলাইনঃ    প্রায় ৩৭ হাজার মানুষের যোগাভ্যাস ইতিমধ্যেই স্থান করে নিয়েছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। হাজির ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টরা। কিন্তু উপস্থিত ছিলেন না উপরাষ্ট্রপতি ড. হামিদ আনসারি। উপরাষ্ট্রপতির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বিজেপিরই নেতা রাম মহাদেব। রবিবার রাতেই আনসারির অফিস থেকে জানিয়ে দেওয়া হয় যোগদিবসের অনুষ্ঠানে আমন্ত্রণই পাননি তিনি। মহাদেব একটি টুইট করে উপরাষ্ট্রপতির অনুপস্থিতে নিয়ে প্রশ্ন তোলেন। পরে আবার নিজেই সেই টুইট ডিলিট করে দিয়ে ক্ষমা প্রার্থনা করে তিনি জানান, উপরাষ্ট্রপতি যে অসুস্থ ছিলেন তা তিনি জানতেন না। আনসারির অফিস থেকে তাঁর অসুস্থতার খবর নস্যাৎ করে দেওয়া হয়। সাফ জানানো হয় ”উপরাষ্ট্রপতি মোটেও অসুস্থ নন। তাঁকে যোগ দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি।” এর সঙ্গেই উপরাষ্ট্রপতির দফতর থেকে জানানো হয়েছে ”উপরাষ্ট্রপতি শুধু সেই সব অনুষ্ঠানেই অংশগ্রহণ করেন, যেখানে সংশ্লিষ্ট মন্ত্রী প্রোটোকল মেনে তাঁকে আমন্ত্রণ জানান।” রাম মাধব যোগ দিবসের অনুষ্ঠান রাজ্যসভার টিভিতে সরাসরি সম্প্রচার না করারও অভিযোগ এনেছেন। উল্লেখ্য, উপরাষ্ট্রপতিই রাজ্যসভার চেয়ারম্যান। রাজ্যসভা টিভিতে যোগ দিবসের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার না করার অভিযোগ এনে রাম মাধব ড. আনসারিকেই নিশানা করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট