বিকাশ সাহাঃ প্রায় দের মাস ধরে নিখোঁজ থাকার পর শনিবার রাতে নিজ বাড়িতে ফিরে গেল প্রতিবন্ধী এক নাবালক। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের অন্তর্গত বাড়ুইবাড়ি এলাকার বাসিন্দা কান্ত বসাক(১৭) মাস দেড়েক আগে কালিয়াগঞ্জের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। গত ৫ ই মে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে ভুলবসত অন্য একটি গাড়িতে উঠে পরে কান্ত। এরপর থেকে ঐ মূক ও বধির ছেলের অনেক খোঁজ করেও পড়িবারের লোকেরা কোনও হদিস পাননি। শেষে কালিয়াগঞ্জ ও হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মা সাধনা বসাক। পিতৃহীন কান্ত বসাকের খোঁজে পুলিশ তল্লাশি চালালেও উদ্ধার করতে পারেননি তাকে। বসাক পড়িবারের এক আত্মীয় শনিবার মালদা জেলার দেওতলা এলাকায় চলন্ত বাস থেকে কান্তকে দেখতে পান। তিনি বাস থামিয়ে কান্তকে উদ্ধার করে মা সাধনা বসাক ও কালিয়াগঞ্জ থানায় খবর দেন। কালিয়াগঞ্জ থানার পুলিশ কান্তকে উদ্ধার করে নিয়ে আসে। খবর পেয়ে মা সাধনা বসাক ও চাইল্ড লাইনের সদস্যরা কালিয়াগঞ্জ থানায় আসেন। পুলিশ ও চাইল্ড লাইনের প্রতিনিধি বিপুল দাসের উপস্থিতিতে শনিবার রাতেই কান্তকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। প্রায় দের মাস পরে ছেলেকে কাছে পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি সাধনা দেবী।
দের মাস পরে বাড়ি ফিরল হেমতাবাদের প্রতিবন্ধী নাবালক
রবিবার,২১/০৬/২০১৫
620