বিকাশ সাহাঃ পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের কর্মশালার আয়োজন করা হয় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে। এদিন শনিবার দুপুরে হেমতাবাদ ব্লকের এসজিএসওয়াই হলে এই কর্মশালার আয়োজন করা হয়। সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের পড়াশুনার ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা সহ মহিলা পুরুষদের আয় বৃদ্ধি ও অল্প সুদে ঋণের ব্যবস্থা সম্পর্কে কর্মশালায় আলোচনা করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় শতাধিক মহিলা ও পুরুষ। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন, হেমতাবাদ যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার মণ্ডল, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমিতা সরকার সহ প্রমুখ।
সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের জনকল্যাণমুখী প্রকল্পের কর্মশালা হেমতাবাদে
শনিবার,২০/০৬/২০১৫
723