বিকাশ সাহাঃ অধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত অপর দুই ছাত্র এদিন সোমবার রায়গঞ্জ জেলা আদালতে আত্ম সমর্পণ করলো। আত্মসমর্পণকারী এই দুই ছাত্র কালিয়াগঞ্জের মহাদেবপুর রেলগেট এলাকার বাসিন্দা সুজিত প্রসাদ লাল ও মিলন পাড়ার বাসিন্দা রিপন চক্রবর্তী। উল্লেখ্য গত ১০ ই জুন নকল করতে বাঁধা দেওয়ায় অধ্যক্ষের বাড়িতে হামলা চালিয়েছিল একদল উন্মত্ত ছাত্র। কালিয়াগঞ্জ কলেজের ছাত্রদের পরীক্ষার সিট পড়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর কলেজে। বুনিয়াদপুর কলেজের অধ্যক্ষের বাড়ি কালিয়াগঞ্জের উত্তর চিরাইলপাড়া এলাকায়। পরীক্ষার সময় বুনিয়াদপুর কলেজের অধ্যক্ষ নকল রুখতে কড়া পদক্ষেপ নেন। যার জেরে এর আগেও একবার ভাঙচুরের মতো ঘটনা ঘটেছিল অধ্যক্ষের বাড়িতে। গত ১০ ই জুন বুধবার কালিয়াগঞ্জ কলেজের ছাত্ররা বুনিয়াদপুর কলেজে প্রথমার্ধে বিএ পার্ট ওয়ানের দর্শন পরীক্ষা দিয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার প্রায় ঘণ্টা দেড়েক পরেই অধ্যক্ষের বাড়িতে হামলা হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল কালিয়াগঞ্জে। বুধবার বেলা তিনটে নাগাত ১৫ জনের একটি দল মুখে রুমাল বাঁধা অবস্থায় অধ্যক্ষ জীতেশ বাবুর বাড়ির সামনে জড় হয়ে বাড়ির কাঁচের জানালায় এলোপাথাড়ি পাথর ছুড়তে থাকে। পাড়া প্রতিবেশীরা বাইরে বেড়িয়ে এলে দৌড়ে পালিয়ে যায় তারা। তাদের পিঠে ব্যাগ দেখে এলাকাবাসীদের ধারনা হয়েছিল, এরা সবাই কলেজ ছাত্র। গত ১১ ই জুন বৃহস্পতিবার রাতে তল্লাশি চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তিন কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করে শুক্রবার তাদের রায়গঞ্জ জেলা আদালতে পাঠিয়েছিল পুলিশ।
কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্ধোপাধ্যায় বলেন, অধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনায় যুক্ত বাঁকিদের খোঁজে তল্লাশি জারী রাখা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের নিরপেক্ষ ভুমিকা নিয়ে স্বাভাবিক ভাবেই খুশি শিক্ষক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ।
অধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রের রায়গঞ্জ জেলা আদালতে আত্মসমর্পণ
সোমবার,১৫/০৬/২০১৫
619