জালিয়াতি করে এটিএম থেকে টাকা তুলে নেওয়ার সঙ্গে যুক্ত এক পাণ্ডাকে গ্রেপ্তার করলো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার পুলিশ


সোমবার,১৫/০৬/২০১৫
585

বিকাশ সাহাঃ    জালিয়াতি করে এটিএম থেকে টাকা তুলে নেওয়ার সঙ্গে যুক্ত এক পাণ্ডাকে গ্রেপ্তার করলো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাতে হেমতাবাদের কেশবপুর এলাকায় নিজ বাড়ি থেকে এটিএম জালিয়াতির সঙ্গে যুক্ত সন্দেহে আনিসুর আলিকে (২৮) গ্রেপ্তার করে হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সুত্রে জানাযায়, বেশ কিছুদিন ধরে ইটাহার, রায়গঞ্জ সহ হেমতাবাদের বিভিন্ন এটিএম কাউন্টার থেকে গ্রাহকদের টাকা উধাও হয়ে যাচ্ছে। সেইমত থানা গুলিতে অভিযোগও জমা পড়েছে। সেই সুত্রের ভিত্তিতে আনিসুর আলিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রাহক সেজে আনিসুর আলি এটিএম  কাউন্টারের আশেপাশে ঘোরাঘুরি করে। এটিএম থেকে টাকা তুলতে না পারা সাধারণ মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসে আনিসুর। অনভিজ্ঞ সেই গ্রাহকের সাহায্যের নাম করে টাকা তুলে দেয়। সেই সুযোগে সে জেনে যায় ঐ সকল গ্রাহকের গোপন নম্বর। হাত সাফাই করে নিজের কাছে থাকা নষ্ট হয়ে যাওয়া অন্য এটিএম কার্ড সহ টাকা ধরিয়ে দিত সেই গ্রাহকের হাতে। কার্ড ও টাকা হাতে পেয়ে অনভিজ্ঞ গ্রাহক নিশ্চিন্তমনে বাড়ি চলে যেতেন। এরপরেই অন্যকোন এটিএম কাউন্টার থেকে ঐ সকল গ্রাহকদের গোপন নম্বর ও এটিএম কার্ড দিয়ে অনায়াসে টাকা তুলে নিতেন আনিসুর। পরবর্তীতে টাকা খোয়া গেছে দেখে সেই গ্রাহক অভিযোগ জানালে তাঁর এটিএম নম্বরটি লক করে দিত ব্যাঙ্ক কর্তীপক্ষ। একই ভাবে অন্যের সাহায্যের নাম করে হাত সাফাইয়ের মাধ্যমে সেই লক হওয়া এটিএম কার্ড তুলে দিত অনভিজ্ঞ আরেক গ্রাহকের হাতে। এমন ভাবেই এটিএমগুলি থেকে টাকা তোলার ছক কষেছিল আনিসুর।     ফটো ঃ এটিএম কাউন্টারের প্রতীকী ছবি 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট