বিকাশ সাহাঃ এদিন রবিবার সকালে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশানের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে। সকাল ১০ টা নাগাত হেমতাবাদ ব্লকের অন্তর্গত সমসপুর প্রায়মারী স্কুল প্রাঙ্গনে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার ইমাম ও মোয়াজ্জেমরা। এছাড়াও উপস্থিত ছিলেন বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশানের রাজ্য সভাপতি জনাব ইয়াহিয়া, জেলা সভাপতি আসির মহম্মদ, তৃনমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় দত্ত, জেলা কার্যকারী সভাপতি শেখর রায়, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য প্রফুল্য বর্মণ সহ প্রমুখ।
বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশানের জেলা সম্মেলন অনুষ্ঠিত হল হেমতাবাদে
রবিবার,১৪/০৬/২০১৫
620