১ গোল দিয়ে উরুগুয়ে জয় পেল কোপায়


রবিবার,১৪/০৬/২০১৫
679

খবরইন্ডিয়াঅনলাইনঃ    জয় দিয়ে কোপা আমেরিকার শিরোপা অভিযান শুরু করেছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে। জামাইকার বিপক্ষে কষ্টের জয় পেয়েছে তারা। ক্রিস্টিয়ান রদ্রিগেজের গোলে ১-০ ব্যবধানে জিতেছে প্রতিযোগিতার সর্বোচ্চ ট্রফি  জয়ী দলটি।

চিলির স্টাডিও রিজিওনাল কালভো স্টেডিয়ামে শনিবার রাতে প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো পক্ষ। বিরতির পর গোলের নাগাল পেয়েছে উরুগুয়ে। ৫২ মিনিটে দারুণ শটে গোলটি করেছেন অ্যাতলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার ক্রিস্টিয়ান রদ্রিগেজ। পরে আর গোল হয়নি।

গত বছর বিশ্বকাপে ইতালির খেলোয়াড় গিরগিও চিয়েচিলিনিকে কামড় দেওয়ায় আন্তর্জাজিক ম্যাচে লুই সুয়ারেজকে নিষিদ্ধ করেছে ফিফা। তাই কোপা আমেরিকায় গ্যালালিতে বসেই দলের খেলা উপভোগ করেছেন বার্সেলোনার ফরোয়ার্ড।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট