খবরইন্ডিয়াঅনলাইনঃ রোগীকে মেয়াদ পেরোনো রক্ত দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতাল -এর বিরুদ্ধে। পথ দুর্ঘটনায় দু’পায়ে গুরুতর চোট নিয়ে গত ২৪ মার্চ এসএসকেএম-এ ভর্তি হন বর্ধমানের দেবাশিস কৈবর্ত। পরিবারের দাবি, প্রাথমিক অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। শুক্রবার চিকিৎসকের পরামর্শে এক ইউনিট রক্ত দেওয়া হয় দেবাশিসকে। তারপরই অঘটন।পরিবারের দাবি, রক্ত দেওয়ার পর থেকেই দেবাশিসের শরীরে খিঁচুনি দেখা দেয়। প্রবল জ্বর আসে। পরিবারের অভিযোগ, দেবাশিসকে দেখার জন্য চিকিৎসকদের বারবার অনুরোধ করা হলেও, প্রায় সকলেই দায় এড়িয়ে যান। শনিবার সকাল ১০টা নাগাদ মৃত্যু হয় দেবাশিসের।১২ই জুন রোগীকে কিকরে ১৩ই জুন লেখা রক্তের প্যাকেট দেওয়া হল, বিষয়টি নিয়ে অবশ্য কোনও সদুত্তর দিতে পারেননি হাসপাতাল সুপার। বরং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।কিছুদিন আগেই বর্ধমানে এক প্রসূতি কে ভুল গ্রুপের রক্ত দেওয়ায় প্রশ্ন উঠেছিল কিন্তু তার কয়েকদিনের মধ্যেই শহরের অন্যতম নামী হাসপাতালে এই ঘটনা ঘটায় আতঙ্কে সাধারণ মানুষ।
এসএসকেএমে রক্তের তারিখ পার হওয়া, রোগীর শরীরে সেই রক্ত দেওয়া হল !
রবিবার,১৪/০৬/২০১৫
652