খবরইন্ডিয়াঅনলাইনঃ পরিচালক আশিস বসাকের দ্বিতীয় ছবিটি চলতি বছরে মুক্তি পাবে আশা করা হচ্ছে। পরিচালক সবসময় চেষ্টা করেন নতুন মুখ বা প্রতিভাদের সুযোগ দেবার, সেই কারণে আশিস বাবু ওনার দ্বিতীয় ছবিতে রোহিণী ( নায়িকার চরিত্রে ), কেয়া, সুমন, ঋতমা, মানসী সহ পরিচালক নিজে অর্থাৎ আশিস বসাক ( নায়কের চরিত্রে ) অভিনয় করেছেন। ছবিটি বাড়ির সকলের সাথে বসে দেখার মতন হয়েছে। ছবিটির নাম হচ্ছে ‘ শেষ থেকে শুরু ‘। ছবিতে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অশেষ এবং আশিস। কলকাতা ও দুর্গাপুরের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। এত কম বাজেটের ছবি আশিস বসাকই পারেন।
একটা নির্ভেজাল পারিবারিক ছবি ‘ শেষ থেকে শুরু ‘
শনিবার,১৩/০৬/২০১৫
650