খবরইন্ডিয়াঅনলাইনঃ একটি স্বেচ্ছ্বাসেবি সংস্থার আড়ালে রমরমিয়ে চলত শিশুপাচার ও বিক্রি। রাষ্ট্রীয় জনহিত জনসেবা সংস্থান নামে দক্ষিণ দিল্লির একটি স্বেচ্ছ্বাসেবি সংস্থার দুষ্কর্মকে এভাবেই প্রকাশ্যে এনেছে পুলিশ। জানা গিয়েছে, এই এনজিও থেকে এখনও পর্যন্ত মোট ২০ জনের বেশি শিশুকে বিক্রি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নবজাতকদের চুরি করে এনে তাদের বিক্রি করে দেওয়া হতো। চুরি ছাড়াও অপহরণ করে শিশুদের নিয়ে এসেও বেচে দেওয়া হতো। দিল্লি ও এনসিআর এলাকা থেকে শিশুদের নিয়ে আসা হতো। আরও জানা গিয়েছে, পুলিশ তদন্ত করার পরই দেখা যায়, এই এনজিওটির কোনও আইনি বৈধতা ছিল না। দিল্লির মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের থেকে বিষয়টি জানার পরই এনজিওর দপ্তরে তল্লাশি চালায় পুলিশ। এক মহিলা সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এনজিও থেকে একটি দু’বছরের শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
দিল্লিতে NGO ‘র আড়ালে শিশু পাচার
বৃহস্পতিবার,১১/০৬/২০১৫
425