বীরভূমে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল


সোমবার,০৮/০৬/২০১৫
578

খবরইন্ডিয়াঅনলাইনঃ   খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর থানার নন্দিগ্রামে। মৃত গৃহ বধুর নাম সুমিত্রা মণ্ডল (২১)। পরিবার সূত্রে জানা গিয়েছে, গৃহবধূর বাপের বাড়ি মুরারই থানার ঘুসকিরা গ্রামে। বছর দেড়েক আগে নন্দিগ্রামের সুমন মণ্ডলের সঙ্গে তার বিয়ে হয়। অভিযোগ বিয়ের পর থেকেই শ্বশুর – শাশুড়ি আরও পনের জন্য বধূর উপর চাপ সৃষ্টি করতি থাকে। দাবি মতো টাকা দিতে না পারায় তাকে খিন করা হয় বলে অভিযোগ। গৃহবধূর জামাইবাবু শুভেন্দু মণ্ডল বলেন, শনিবার বিকেলে অগ্নিদগ্ধ হয়ে মৃত অবস্থায় তাকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। কিন্তু পরিবারের কাউকে দেখতে পেলাম না। অথচ শ্যালিকার দুই হাতে ও গলায় ক্ষত চিহ্ন স্পষ্ট। আমাদের বিশ্বাস স্বামী, শ্বশুর বিশ্বনাথ মণ্ডল, শাশুড়ি ঊর্মিলা মণ্ডলরা শ্যালিকাকে প্রথমে খুন করেছে। পরে আত্মহত্যার ঘটনা সাজাতে গায়ে আগুন লাগিয়ে হাসপাতালে ভর্তি করেছে’।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট