বাংলাদেশ সেরা আট, পাকিস্তান নবম স্থানে রেটিংয়ে


শুক্রবার,০৫/০৬/২০১৫
677

 খবরইন্ডিয়াঅনলাইনঃ   সত্যিই অসাধারণ কৃতিত্ব অর্জন করলো বাংলার টাইগাররা। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলে সেরা অাটে উঠে এসেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুবাদে বাংলাদেশ এখন র‌্যাঙ্কিংয়ে অাট সেরা দলের একটি।

৮৮ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের আটে বাংলাদেশের অবস্থান। সমান পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে সাত নম্বরে। এক পয়েন্ট কম নিয়ে স্মরণকালের সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে পাকিস্তান। আজহার আলীর দলের অবস্থান ৯-এ।

এদিকে বাংলাদেশের এই উন্নতির ফলে আগামী ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা উজ্জ্বল হলো মাশরাফি বিন মুর্তজার দলের। চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে পারলে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে বাংলাদেশ।

বাংলাদেশের সামনে র‌্যাংকিংয়ে আরও উন্নতির সুবর্ণ সুযোগ রয়েছে। সমান ৮৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের আগামী সেপ্টেম্বর পর্যন্ত কোনো ওয়ানডে শিডিউল নেই। অন্যদিকে নিজেদের মাঠে বাংলাদেশ আগামী জুনে ভারতের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে। পরের মাসে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মাশরফির দল।

এক্ষেত্রে আগামী মে মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। জুলাইয়ে শ্রীলংকায় গিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আজহার আলীর দল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট