জঙ্গি হামলা মণিপুরে, নিহত ২০, আহত ১২ জন জওয়ান


বৃহস্পতিবার,০৪/০৬/২০১৫
361

খবরইন্ডিয়াঅনলাইনঃ   জঙ্গি হামলায় অন্তত ২০ জন জওয়ানের মৃত্যু হয়েছে মণিপুরে   বলে জানা গিয়েছে। ঘটনায় আরও ১২ জওয়ান আহত হয়েছেন। এদিন সকালে সেনাদের একটি কনভয় মোতুল থেকে ইম্ফলের দিকে আসছিল। যখন কনভয়টি পারালং ও চারং উপত্যকার মাঝামাঝি পৌঁছয় তখন জঙ্গিরা আক্রমণ শানায়। ভারতীয় সেনার এক মুখপাত্র জানিয়েছেন, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে। জঙ্গিরা গ্রেনেড হামলা চালালে ঘটনাস্থলেই জওয়ানদের মৃত্যু হয়। এদিন জঙ্গিরা শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ বা আইইডি বিস্ফোরণও ঘটায়। এরপর জঙ্গলের ভিতর থেকে জওয়ানদের চারটি ট্রাক লক্ষ্য করে এলোপাথারি গুলি ও রকেট প্রপেলড গ্রেনেড (আরপিজি) ছোঁড়ে। আহত জওয়ানদের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট