উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে উদ্ধার হল বিরল প্রজাতির ঈগল I


বুধবার,০৩/০৬/২০১৫
701

বিকাশ সাহাঃ   উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে উদ্ধার হল বিরল প্রজাতির ঈগল। বুধবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ ব্লকের সুরসা কালীবাড়ি এলাকায় ইলেকট্রিক তারে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায় এই বিরল প্রজাতির ঈগল পাখি। স্থানীয় বাসিন্দারা অসুস্থ ঈগল পাখিটিকে উদ্ধার করে। কালিয়াগঞ্জ থানার সিভিক ভলেন্টিয়ার তথা স্থানীয় বাসিন্দা সঞ্জয় সরকার ঈগলটিকে দেখে কালিয়াগঞ্জ থানায় খবর দেয়। কালিয়াগঞ্জ থানার পুলিশ গিয়ে ঈগলটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্ধোপাদ্ধায় ঈগলের আঘাত প্রাপ্ত স্থানে ঔষধ লাগানোর পাশাপাশি মাংশ কিনে এনে নিজে হাতে পাখিটিকে খাইয়ে দেন। থানা থেকে খবর দেওয়া হয় বন বিভাগের কর্মীদের। তাঁরা এসে ঈগলটিকে নিজেদের হেপাজতে নেয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট