খবরইন্ডিয়াঅনলাইনঃ সোনারতরী হোটেল থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। তার গলায় এবং যৌনাঙ্গে জি আই তারের ফাঁস লাগানো ছিল। এই দেখে প্রাথমিক ভাবে এইটি পরিকল্পিত খুন বলেই মনে করা হচ্ছে। হোটেল সুত্রে খবর, গতকাল বিকালে দুই জন যুবক হোটেলে এসে একদিনের জন্য একটি রুম ভাড়া নেয়। হোটেল থেকেই রুটি-মাংস অর্ডার করে রাতের খাবারও খান। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু আজ সকাল ১০ টায় রুম ছাড়ার কথা থাকলেও ১১ টা বেজে গেলেও ১০২ নাম্বার রুম থেকে কোন রকম সারাশব্দ পাওয়া যায়নি। হোটেলের কর্মীরা বলেন, তারা ভাবছিলেন হয়তো ১২ টার মধ্যেই তারা রুম খালি করবেন। কিন্তু দুপুর ১ টা পেড়িয়ে যাওয়াতে তাদের সন্দেহ হয় এবং ডাকাডাকি শুরু করেন, কিন্তু কিছুতেই ফল না হওয়ায় শেষে ঘরের তালা খুলে দেখা যায় একজন গলায় এবং যৌনাঙ্গে জি আই তারের ফাঁস লাগানো অবস্থায় পরে আছেন। অপরজন পলাতক। হোটেলের রেকর্ড অনুযায়ী দুই যুবকের নাম মোহন কুমার পাণ্ডে এবং পবন পাণ্ডে। তারা বিহারের পাটনার বাসিন্দা। কিন্তু সঠিক পরিচয়পত্র জমা না রেখেই রুম ভাড়া দেওয়ায় কে মোহন পাণ্ডে আর কে পবন পাণ্ডে সেই নিয়ে ধন্দ শুরু হয়েছে। সোনারতরী হোটেলের মালিক প্রবীর চক্রবর্তী জানিয়েছেন, হোটেলের জেরক্স মেশিন খারাপ থাকায় তাদের ভোটার কার্ডের ফটোকপি তারা রাখতে পারেননি। ঘটনার পর হোটেলে ছুটে আসেন এস ডি পি ও সদর কার্ত্তিক চন্দ্র মণ্ডল, সদর থানার আই সি আব্দুল গফফর,। তারা এসে ঘরেও মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র সিজ করে নিয়ে যান। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছেন।
হোটেল থেকে উদ্ধার মৃতদেহ বর্ধমানে
মঙ্গলবার,০২/০৬/২০১৫
776