বিকাশ সাহাঃ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বরযাত্রীর শোভাযাত্রা চলাকালীন গুলিবিদ্ধ এক যুব কংগ্রেস নেতা। সোমবার রাতে রায়গঞ্জের লক্ষনিয়া গ্রামে বিয়ের অনুষ্ঠানের যোগ দিয়েছেন যুব কংগ্রেস নেতা অশোক মাহাত (৩৫)। বাজিপটকা শব্দের মধ্যেই কে বা কাহারা অশোক বাবুকে লক্ষ্য করে গুলি চালায়। বুকের ডানদিকের গুলি লাগে তাঁর। রক্তাত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অশোক বাবু। তাঁকে তুলতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সবার নজরে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
যুব কংগ্রেসের নেতা মানস ঘোষ বলেন, লক্ষনিয়ার চুরাপট্টি এলাকার বাসিন্দা বিনোদ মাহাতোর বিয়ে উপলক্ষে পটকা বাজি ফুটছিল। সে সময় বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া যুব কংগ্রেস নেতা অশোক মাহাত সেখানেই দাঁড়িয়ে ছিলেন। হটাত করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বরযাত্রীর শোভাযাত্রায় যোগ দেওয়া অন্যান্য আত্মীয়েরা তাঁকে তুলতে গেলে দেখেন তার শরীরে গুলি করা হয়েছে। সঙ্গে সঙ্গে অশোককে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাঁকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। রাজনৈতিক কারণে তাঁকে গুলি করা হয়েছি কিনা সে ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব নয়।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বরযাত্রীর শোভাযাত্রা চলাকালীন গুলিবিদ্ধ এক যুব কংগ্রেস নেতা।
মঙ্গলবার,০২/০৬/২০১৫
612