ফুটবলে ভারতসেরা হওয়ার পথে মোহনবাগান


রবিবার,৩১/০৫/২০১৫
641

খবরইন্ডিয়াঅনলাইনঃ    ১৩ বছর পর ফের একবার দেশের পয়লা নম্বর টুর্নামেন্টে ভারতসেরা হওয়ার হাতছানি গঙ্গাপারের ক্লাবের। আজ বেঙ্গালুরু এফসিকে তাঁদের ঘরের মাঠে আটকে দিতে পারলেই ফের একবার পালতোলা হওয়া তরতর করে এগিয়ে চলবে। এদিন সুনীল ছেত্রীদের আটকে দিতে পারলেই ১৩ বছর পর আই লিগ ঘরে তুলবে মোহনবাগান। এ তো শুধু জেতা নয়, ভারতবর্ষে সেরা ফুটবলটা যে বাংলায়ই খেলা হয় এটাও আজ যেন প্রমাণ করার ম্য়াচ মোহনবাগানের। আজ সুনীল ছেত্রী, রুনিদের যদি থামিয়ে দিতে পারেন শিল্টনরা তাহলে এদিন ইতিহাস তৈরি হবে। সোনি নর্ডি, কাতসুমি, বোয়ারা সবাই মিলে সেই মুহূর্তের জন্যই নিজেদের তৈরি করছেন বলে টিম সূত্রে জানা গিয়েছে। লিগ টেবিলের দুই নম্বরে থাকা বেঙ্গালুরু এফসি গত কয়েকবছরে যে ধারাবাহিকতা দেখিয়েছে তা এককথায় অসামান্য। আই লিগ, ফেড কাপ, এএফসি কোয়ালিফায়ারে ওঠা, সব কৃতিত্বই তাঁদের দখলে। আর অন্যদিকে ২০০৮ সালে ফেড কাপ জেতা ঘরলে গত সাত বছর ধরে ভারতসেরা হওয়ার স্বাদ চেখে দেখেনি কোটি কোটি সমর্থকের ক্লাব মোহনবাগান। ফলে এবারের পরিস্থিতিটা তাদের কাছে ‘নাউ অর নেভার’-এর মতো। এবার না পারলে কবে আবার সুযোগ আসবে তা বোধহয় কেউ জানে না। ফলে কাপ আর ঠোঁটের দূরত্বটা যে করেই হোক ঘোঁচাতেই হবে মোহনবাগান খেলোয়াড়দের। আজ কোনওভাবেই অতীতের দুঃস্বপ্নকে ফিরিয়ে এনে আনন্দের সুর কাটবেন না, এই শপথই নিজেছে ‘টিম মোহনবাগান’।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট