হলিউড অভিনেতা জনি ডেপ -এর কারাদণ্ড হতে পারে


শনিবার,৩০/০৫/২০১৫
682

খবরইন্ডিয়াঅনলাইনঃ  হলিউড অভিনেতা জনি ডেপের ১০ বছরের কারাদণ্ড হতে পারে। কারণ, তাঁর দুই পোষ্য সারমেয়কে তিনি অস্ট্রেলিয়ার নিয়ে এসেছেন। অস্ট্রেলিয়ার আইনের বিরুদ্ধে গিয়ে জনি ডেপ তাঁর ব্যক্তিগত জেট প্লেনে পোষ্য দুই ইয়র্কশায়ারস টেরিয়ার্স সারমেয়কে উড়িয়ে নিয়ে এসেছেন ক্যাঙারুর দেশে। অস্ট্রেলিয়ার সেনেট কমিটি এবিষয়ে জানিয়েছে, আদালতে জনি ডেপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে গভীর সমস্যায় পড়তে পারেন “পাইরেটস অব ক্যারিবিয়ান” খ্যাত হলিউড অভিনেতার। জানা গিয়েছে, দোষী প্রমাণিত হলে ১০ বছরের সাজা হতে পারে ডেপের। অথবা তাঁকে ২ লক্ষ ৬৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হবে। এই মাসেই জনি ডেপ তাঁর দুই পোষ্য পিস্তল ও বো-কে নিয়ে প্রাইভেট জেটে অস্ট্রেলিয়ার আসেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট