সিবিআই -এর ফোন ব্যাঙ্ককে, তৃণমূলের হিসাব চায়


শনিবার,৩০/০৫/২০১৫
621

  খবরইন্ডিয়াঅনলাইনঃ  আয় ব্যয়ের হিসাব চেয়ে দক্ষিণ কলকাতা শাখার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ফোন গেল সিবিআই এর।ব্যাঙ্কের ওই শাখায় তৃণমূল কংগ্রেসের ২১টি অ্যাকাউন্ট রয়েছে। ১৫ দিন আগে ব্যাঙ্কের ওই শাখায় নোটিস পাঠিয়েছিল সিবিআই।তার কোন উত্তর না পাওয়ায় এদিন এবার প্রয়োজনীয় তথ্য হাতে পেতেই ব্যাঙ্কের ল্যান্ডলাইনে ফোন করা হয় বলে জানা গেছে। কথা হয় ব্যাঙ্ক ম্যানেজারের সাথেও। আগামী সপ্তাহেই তদন্তকারী সংস্থার নোটিসের জবাব দেওয়া হবে জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে। ব্যাঙ্ক থেকে জবাব পাওয়ার পরেই তা খতিয়ে দেখবে বলে সিবিআই সুত্রে খবর। তার পরেই শাসকদলের নেতানেত্রী, মন্ত্রী ও সাংসদদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট