খবরইন্ডিয়াঅনলাইনঃ ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৮। শনিবার বিকাল ৫.৩০ নাগাদ জাপানের চিচিসিমা বোনিন আইল্যান্ডে ভূপৃষ্ঠ থেকে ৬৭৬ কিমি নিচে এই ভূমিকম্প অনুভূত হয়। এর ফলে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি। এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণও যানা যায়নি।
ভয়াবহ ভূমিকম্প জাপানে
শনিবার,৩০/০৫/২০১৫
787