উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের পথদুর্ঘটনায় মৃত এক ছাত্র, যার জেরে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ


শনিবার,৩০/০৫/২০১৫
530

বিকাশ সাহাঃ    প্রাইভেট টিউশন সেরে সাইকেল নিয়ে বাড়ি যাবার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক ছাত্রের। শনিবার সকালে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দুর্গানগর কলোনী এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে সুরোজ দাস (১২) সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় শিলিগুড়ি গামী একটি বেসরকারী বাস ওপর একটি গাড়িকে পাশ কাটিয়ে যাবার সময় নিয়ন্ত্রন হারিয়ে সুরোজ দাসের সাইকেলে ধাক্কা মারে। সাইকেল থেকে সুরোজ পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হয় সে। এরপরেই উত্তেজিত ও ক্ষিপ্ত জনতা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোব দেখতে শুরু করে। ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধের জেরে আটকে পড়ে বহু দুরপাল্লার গাড়ি। নাকাল হন নিত্য যাত্রীরা। খবর পেয়ে ইসলামপুর মহকুমা পুলিশ আধিকারিক ভৈরব তেওয়ারী সহ ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ ঘটনাস্থলে ছুটে আসে। মহকুমা পুলিশ আধিকারিক বিক্ষোবকারীদের সঙ্গে কথা বলেন। পড়ে মহকুমা পুলিশ আধিকারিকের আশ্বাসে জাতীয় সড়ক অবরোধ তুলে নেন বিক্ষোবকারীরা।
বিক্ষোবকারী সঞ্জয় দত্ত বলেন, সকাল ৭ টা নাগাত মাল বোঝাই একটা বাস হটাত করে সুরজ দাসের সাইকেলে ধাক্কা মারে। ঘটনাস্থলে সুরজ দাস পড়ে যায়। বাসের চাকায় ছেলেটির মাথা পিষ্ট হয়ে যায়। ইসলামপুরে ফুটপাত না থাকার কারণে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হন সাধারণ নাগরিক। তাছারাও আমরা জানতে চাই কার মদতে, কোন আইনে ট্রাকের পণ্য বাসের ছাদে দিনের পর দিন পণ্য বহন করা হচ্ছে ? এই ওভারলোডের কারণে বাস গুলি নিয়ন্ত্রন রাখতে পারছেনা। যার ফলে মাঝেমধ্যেই এমন দুর্ঘটনা ঘটছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট