খবরইন্ডিয়াঅনলাইনঃ গরম পড়েছে। আর তার সঙ্গেই শুরু হয়েছে আমের চাহিদা। ফলের রাজা আম। প্যাচপ্যাচে গরম, ক্লান্তির জেরে গ্রীষ্মকাল পছন্দ না হলেও আমের নাম শুনলেই আমরা গ্রীষ্মকেও ভালবাসতে শুরু করে দিই। কিন্তু আপনি কী জানেন, শুধু ভারতেই ১০০০ প্রজাতির আম রয়েছে। যদিও হাতে গোনা কয়েক প্রজাতির আমই বাজারে পাওয়া যায়। ২০১১ সালের হিসাব অনুযায়ী ভারতে আমের উৎপাদন ১৫.১৮ মিলিয়ন টন। ভারতের পরেই আম উৎপাদনে রয়েছে চীন। চীনে আমের উৎপাদন ৪.৩৫ মিলিয়ন টন। ২০১৩-১৪ সালের হিসাব বলে ৪১,২৮০ টন আম বিদেশে রপ্তানি করা হয়েছে। তবে জনপ্রিয়তার নিরিখে সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্রের রত্নাগিরির আলফানসো আম। মাঝারি মাপের এই আমের খোসা পাতলা হয়। এছাড়া রয়েছে বঙ্গনাপল্লি বা সফেদা যা দক্ষিণ ভারতের জনপ্রিয় প্রজাতির আম।
অন্ধ্রপ্রদেশ থেকে আম আসছে
শুক্রবার,২৯/০৫/২০১৫
469