মোহনবাগান আই লিগে -এর দোরগোড়ায়


শুক্রবার,২৯/০৫/২০১৫
639

খবরইন্ডিয়াঅনলাইনঃ  গোয়াকে হারিয়ে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাচ্ছে মোহনবাগান৷ ব্যাঙ্গালোরের সঙ্গে ড্র করলেই পকেটে খেতাব। শনিবার বারাসত স্টেডিয়ামে স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার বিরুদ্ধে সবুজ-মেরুনের হয়ে গোলদুটি করেন শেহনাজ আর সোনি নর্দি। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট পেয়ে আই লিগ শীর্ষেই থাকল মোহনবাগান। আর মাত্র এক ধাপ। ইতিহাসের সামনে মোহনবাগান। সোনি-বোয়াদের হাত ধরে আই লিগ খেতাবের আরও কাছে পৌছে গেল সবুজ-মেরুন। জেজে-র জায়গায় এদিন প্রথম থেকেই নামেন পিয়ের বোয়া৷ প্রথমার্ধে অজস্র সুযোগ নষ্ট করেন বলবন্ত, নর্ডি, কাটসুমিরা৷ কিন্তু, দ্বিতীয়ার্ধেই বদলে যায় ছবিটা৷ ৬৬ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে অনবদ্য গোল শেহনাজ সিংহের৷ ৭৭ মিনিটের মাথায় সুখেন দে-র পাস থেকে গোল করে ব্যবধানটা আরও বাড়ালেন সোনি নর্ডি৷ ম্যাচের শেষে বলবন্তরা সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধানটা আরও বাড়তে পারত৷ হাফ টাইমের সময় ছেলেদের বলেছিলেন, মাথা ঠাণ্ডা রেখে খেলো, গোল আসবেই, জানালেন বাগান কোচ৷ ১৯ পয়েন্ট থেকে ৩৮ পয়েন্ট নিয়ে এখনও লিগ শীর্ষে মোহনবাগান৷ তবে, ঘাড়ে নিশ্বাস ফেলছে ২ নম্বরে থাকা ব্যাঙ্গালোর৷ লিগের বাকি আর একটা ম্যাচ৷ প্রতিপক্ষ সেই ব্যাঙ্গালোর৷ ড্র করলেই পকেটে খেতাব৷ তবে, শেষ ম্যাচে মোটেই ড্রয়ের লক্ষ্যে নামবেন না,বরং জয়ের লক্ষেই নামবেন তারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট