খবরইন্ডিয়াঅনলাইনঃ দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু বাঁকুড়ার বেলিয়াতোড়ে গুরুতর আহত এক ছাত্র।দূর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। উচ্চমাধ্যমিক পাশ করে মনের আনন্দে মোটর সাইকেলে চড়ে রেজাল্ট আনতে গিয়েছিলেন।কিন্তু সেই আনন্দের রেশ মিলিয়ে গেল মুহুর্তেই।স্কুল যাওয়ার পথে বেলিয়াতোড়ে বাঁকুড়া দূর্গাপুর রাজ্যসড়কে একটি সরকারী বাসের ধাক্কায় প্রাণ হারালো দুই ছাত্র। নিহত ঐ দুই ছাত্রের নাম সুমন ভুই ও কল্যান মাল। গুরুতর আহত অপর ছাত্রের নাম আকাশ মণ্ডল।স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেলিয়াতোড় উচ্চবিদ্যালয়ের তিন ছাত্র আজ সকাল বেলায় উচ্চমাধ্যমিকে পাশের খবর পেয়ে বাইকে করে বিদ্যালয় যাওয়ার পথে বেলিয়াতোড় থানার সামনে বনগ্রামে দূর্গাপুর পুরুলিয়াগামী একটি সরকারী বাসের সাথে ধাক্কা হয়।গুরুতর আহত তিন ছাত্র কে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করে।ঘটনার কথা চাউর হতেই উত্তেজনা সৃষ্টি হয় ঐ এলাকায়।বাসটিকে আটক করে ভাঙচুর চালানো হয়।এরপর বাঁকুড়া দূর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। বাসটির চালক ও খালাসী পলাতক।গাড়িটিকে আটক করেছে পুলিশ।
উচ্চ মাধ্যমিকে ফল জানতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু
শুক্রবার,২৯/০৫/২০১৫
628