খবরইন্ডিয়াঅনলাইনঃ পুলিশের জালে গিরিশপার্ক কাণ্ডের মূল অভিযুক্ত মধ্য কলকাতার কুখ্যাত দুষ্কৃতী গোপাল তিওয়ারি। গতকাল সন্ধেয় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে, বাগুইআটির একটি হোটেল থেকে গোপালকে গ্রেফতার করে কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডাদমন শাখা। আজ তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।অন্তর্ধানপর্বে গোপাল ভিন্ রাজ্যে গা ঢাকা দিয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। কলকাতায় পুরভোটের দিন বিকেলে গিরিশ পার্কে গুলিবিদ্ধ হন সাব ইন্সপেক্টর জগন্নাথ মণ্ডল। সেই ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হলেও, মূল অভিযুক্ত গোপাল তিওয়ারির সন্ধান মেলেনি।কিছুদিন আগে তল্লাশিতে গোপালের ফ্ল্যাটে দারোয়ানের ঘরে বিপুল অস্ত্রভান্ডারের হদিশ মেলে। গত সপ্তাহে গোপালের শাগরেদ দিলীপ সোনকরকেও অস্ত্র আইনে গ্রেফতার করা হয়। অন্য একটি মামলায় গ্রেফতার হয় গোপালের পরিচিত আর এক দুষ্কৃতী হাতকাটা দিলীপ।
গিরিশপার্ক কাণ্ডে মূল পাণ্ডা গোপাল তিওয়ারি গ্রেফতার
শুক্রবার,২৯/০৫/২০১৫
680