আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা


বৃহস্পতিবার,২৮/০৫/২০১৫
704

খবরইন্ডিয়াঅনলাইনঃ   আসন্ন কোপা আমেরিকা টুর্নামেন্টের জন্য আর্জেন্টিনার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। লিওনেল মেসির নেতৃত্বে ১৫তম শিরোপা জয়ের মিশনে নামবে আলবিসেলেস্তেরা।

 

তবে প্রাথমিক স্কোয়াড থেকে  যারা বাদ পড়েছেন এদের মধ্যে রয়েছেন গোলরক্ষক অগাস্টিন মার্চেসিন, ডিফেন্ডার ফেদেরিকো ফার্নান্দেজ ও লুকাস অরবান, মিডফিল্ডার ফেদেরিকো মানকুয়েল্লো ও ম্যাক্সি রদ্রিগেজ।

 

কিন্তু ইনজুরি সমস্যায় ভুগলেও চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন তারকা মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়া।

 

আগামী ৫ জুন আর্জেন্টিনা দলের চিলি সীমান্তে অবস্থিত সান হুয়ানে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে শেষ প্রস্তুতি ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।

 

আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড: সার্জিও রোমেরো, নাহুয়েল গুজম্যান,মারিনো আন্দুজার,পাবলো জাবালেতা, ফাকুন্দো রনকাগলিয়া, এজেকুয়েল গ্যারাই, মার্টিন দেমিচেলিস, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস রোহো,মিল্টন কাস্কো,  হাভিয়ের মাশ্চেরানো, লুকাস বিগলিয়া, এভার বানেগা, রবার্তো পেরেইরা, ফার্নান্দো গ্যাগো, অ্যাঞ্জেল ডি মারিয়া, এরিক লামেলা ,হাভিয়ের পাস্তোরে, লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, কার্লোস তেভেজ, এজেকুলেল লাভেজ্জি, গঞ্জালো হিগুয়েইন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট