খবরইন্ডিয়াঅনলাইনঃ পরীক্ষার নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস হয়েছে দিল্লি ইউনিভার্সিটির অধীনে স্কুল অব ওপেন লার্নিং’র বি.কম চূড়ান্ত পরীক্ষার অর্থনীতি বিভাগের প্রশ্নপত্র।
বৃহস্পতিবার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো প্রশ্নফাঁসের এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, পরীক্ষার নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস হয়। তবে এসওএল কর্তৃপক্ষ এ দায় অস্বীকার করেছে।
পর্যবেক্ষক প্যানেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা রামেশ গৌতমের কাছে জানতে চাইলে তিনি কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় এবং এসওএল-এর পরিচালনা পর্ষদের সভাপতি সিএস দুবে বলেন, তার কাছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন কোনো তথ্য নেই।