কবর থেকে উদ্ধার ১৩৯ জন মালয়েশিয়া থেকে


বৃহস্পতিবার,২৮/০৫/২০১৫
851

খবরইন্ডিয়াঅনলাইনঃ   মালয়েশিয়ার পারলিস রাজ্যে খোঁজ পাওয়া ১৩৯টি কবর থেকে একটি করে মোট ১৩৯টি লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার।

সোমবার দেশটিতে ১৩৯টি কবরের সন্ধান পাওয়ার কথা জানায় পুলিশ। গত ১১ থেকে ২৩ মে’র মধ্যে অভিযান চালিয়ে এগুলোর সন্ধান পাওয়ার কথা জানানো হয়।

তবে, প্রতিটি কবর থেকে একাধিক লাশ পাওয়ার আশঙ্কা করা হলেও ১৩৯টি কবর থেকে ১৩৯টি মরদেহ পাওয়া যায়।

এসব লাশ হতভাগ্য বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদের বলে ধারণা করা হচ্ছে। দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ান জুনায়েদী তুনকু জাফর বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, কবর ও এর আশেপাশের এলাকা পরিষ্কারের পর আমরা প্রত্যেক কবরে একটি করে লাশ পেয়েছি। লাশগুলো সাদা কাপড়ে মোড়ানো ছিল। এটা মুসলিমদের কবরস্থ করার মতোই। কয়েকটি কবর অগভীরও ছিল।

 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট