বিকাশ সাহাঃ সমবেদনা জানাতে মৃত আরপিএফ জওয়ানের বাড়িতে গেলেন রায়গঞ্জের বিধায়ক। মালদা ষ্টেশনে হকার উচ্ছেদকে কেন্দ্র করে গত ২৫ শে মে আরপিএফ ও হকারদের মধ্যে খণ্ড যুদ্ধে ঘটনাস্থলে প্রান হারিয়েছিলেন আরপিএফ জওয়ান সমরেন্দ্র সামন্ত (৪৩)। মৃত ঐ আরপিএফ জওয়ানের বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিধাননগর এলাকায়। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের বিধায়ক তথা রায়গঞ্জ পৌরসভার পৌরপতি মোহিত সেনগুপ্ত সমবেদনা জানাতে মৃত জওয়ানের বাড়িতে যান। মৃত জওয়ানের স্ত্রী ও পড়িবারের লোকেদের সঙ্গে বেশ কিছুক্ষন কথা বলেন তিনি।
রায়গঞ্জের বিধায়ক তথা রায়গঞ্জ পৌরসভার পৌরপতি মোহিত সেনগুপ্ত বলেন, মালদায় আরপিএফ জওয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আজ তাঁর বাড়িতে এসে সমবেদনা জানানোর পাশাপাশি সেই পড়িবারের পাশে থাকার আহব্বান জানিয়েছি আমরা। কোনও অসুবিধা হলে আমাদের জানাতে বলেছি। এই মুহূর্তে মৃত ঐ জওয়ানের স্ত্রীর একটা চাকরীর দরকার। ঐ জওয়ানের স্ত্রীর চাকরী যেন তারাতারি হয় সে ব্যাপারে আমরা দিল্লিতে কথা বলবো।
সমবেদনা জানাতে মৃত আরপিএফ জওয়ানের বাড়িতে গেলেন রায়গঞ্জের বিধায়ক।
বৃহস্পতিবার,২৮/০৫/২০১৫
657