বিকাশ সাহাঃ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা হাসপাতালে সানস্টোকে মারা গেলেন এক ব্যক্তি। মৃতের পড়িবার সুত্রের খবর, দক্ষিন দিনাজপুর জেলার হরিরামপুর থানার বরগ্রাম এলাকার বাসিন্দা সাহেবজানি আলি ( ২৬) গত ২৩ শে মে জমিতে ধান মারাই করার সময় হটাত জমির মধ্যেই অচেতন হয়ে পড়েন। আসেপাশের মানুষজন ও বাড়ির লোকেরা তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। অবস্থার আরও অবনতি হলে তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরবেলা তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সুত্রে জানানো হয়েছে প্রচণ্ড রোদ্র ও গরমের কারণে সানস্টোকে মারা গেছে সাহেবজানি আলি।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা হাসপাতালে সানস্টোকে মারা গেলেন এক ব্যক্তি।
বৃহস্পতিবার,২৮/০৫/২০১৫
635