মুম্বাই হাইকোর্ট সলমন খানকে বিদেশ যাবার অনুমতি দিলেন


বুধবার,২৭/০৫/২০১৫
665

খবরইন্ডিয়াঅনলাইনঃ  দুবাইয়ে ইন্দো-আরব বলিউড অ্যাওয়ার্ডস শো-তে যোগ দেওয়ার জন্য তাঁকে ছাড়পত্র দিলেন বম্বে হাইকোর্টের বিচারপতি শালিনী ফানসালকর-জোশী।২০০২ সালের হিট অ্যান্ড রান মামলায় জামিনের পরে এবার বিদেশযাত্রার অনুমতি পেলেন সলমন খান। দেশে ফেরার ১২ ঘণ্টার মধ্যে সলমন তাঁর পাসপোর্টটি পুলিশকে ফেরত দেবেন। যেহেতু সলমন হিট অ্যান্ড রান মামলায় অপরাধী সাব্যস্ত হয়েছেন, তাঁকে দুবাইয়ের ভারতীয় দূতাবাসকে জানাতে হবে, সেখানে তিনি কখন ঢুকছেন, কখন বেরচ্ছেন।বিচারপতি বলেন, সলমন খান যেখানে বিদেশযাত্রার শর্তগুলি মেনে চলতে রাজি, তাঁর আবেদনে সম্মতি দেওয়া যেতে পারে। সলমনকে তাঁর বিদেশ সফরের গোটা প্ল্যান, ফ্লাইটের নম্বর, সময়সূচী, দুবাইয়ে তিনি যেখানে থাকবেন, সেখানকার ঠিকানা, তাঁর মোবাইল নম্বর, তাঁর সঙ্গে যোগাযোগের ল্যান্ডলাইন নম্বর, সব তত্য পেশ করতে হবে তদন্তকারী সংস্থার কাছে।দেশ ছাড়ার আগে নিম্ন আদালতের কাছে অতিরিক্ত ২ লক্ষ টাকার নগদ সিকিউরিটি মানি জমা রাখতেও সলমনকে নির্দেশ দিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট