উত্তর দিনাজপুর জেলা পরিদর্শকে ( প্রাথমিক ) প্রায় পাঁচ ঘণ্টা ঘেরাও করল এবিপিটিএ


মঙ্গলবার,২৬/০৫/২০১৫
774

বিকাশ সাহাঃ     স্মারকলিপি দিতে গিয়ে উত্তর দিনাজপুর জেলা স্কুল পরিদর্শকে(প্রাথমিক) প্রায় পাঁচ ঘণ্টা ঘেরাও করে রাখল সিপিআইএমের শিক্ষক সংগঠন এবিপিটিএ। মঙ্গলবার সকাল ১২ টায় জেলা স্কুল পরিদর্শক বাদল পাত্রকে স্মারকলিপি দিতে গিয়ে প্রায় পাঁচ ঘণ্টা ঘেরাও করে রাখে এই শিক্ষক সংগঠন। ফলে  চরম অস্বস্তির মধ্যে পড়েন জেলা স্কুল পরিদর্শক। কয়েক মাস আগে অস্থায়ী ভাবে বদলি করা সমস্ত শিক্ষকদের স্ব স্ব স্কুলে স্থায়ীকরণ করতে হবে। প্রাথমিক শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সংসদের  নির্বাচিত প্রতিনিধিদের সভা করা সহ মোট ৬ দফা দাবীতে এদিন স্মারকলিপি দেয় এবিপিটিএ। এবিপিটিএ এর জেলা সম্পাদক কৃষ্ণেন্দু রায়চৌধুরী বলেন, মন্ত্রীদের পদহেলন করতে গিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রাথমিক শিক্ষকদের বদলি করা হচ্ছে। সরকারী নির্দেশ নেই অথচ উত্তর দিনাজপুর জেলা স্কুল পরিদর্শক(প্রাথমিক) অনৈতিক ভাবে শিক্ষক শিক্ষকাদের বিভিন্ন এলাকায় বদলির ষড়যন্ত্র শুরু করেছে। শিক্ষক, ছাত্র, অবিভাবকদের সম্পর্কে চির ধরাতেই নিয়ম না মেনে এমন স্বেচ্ছাচারিতা করছে জেলা স্কুল পরিদর্শক। যা এবিপিটিএ কোনও দিনও বরদাস্ত করবে না। আমাদের দাবী না মানা হলে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট