বিকাশ সাহাঃ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত কুনোর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী আবাসনে বহাল তবিয়তে চলছে মুরগী প্রতিপালন। কুনোর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী বেলা জমাদারের কোয়াটারের পার্শ্ববর্তী আরেকটি ফাঁকা কোয়াটারে দীর্ঘদিন ধরে মুরগী প্রতিপালন করছেন বেলা দেবী, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। স্বাস্থ্য কেন্দ্রে বি এম ওএইচ না থাকায় এবাপারের কোথায় অভিযোগ জানাতে হবে তা বুঝতে পারেন নি স্থানীয় মানুষজন। বেলা দেবী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ঘরটি এখুনি পরিষ্কার করে দিচ্ছি যদিও আর কোনও প্রশের উত্তর দেননি তিনি। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জন মজুমদার বলেন, আমি বিষয়টি শোনামাত্র এর সঙ্গে কে জড়িত আছে সে ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। যেহেতু কুনোর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বি এম ওএইচ নেই সেই কারণে হয়ত এমন ঘটনা ঘটিয়ে ফেলেছে। সমস্ত বিষয় পরিষ্কার হওয়ায় পর আমরা এব্যাপারে ব্যবস্থা নেব।
উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লকের কুনোর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী আবাসনে বহাল তবিয়তে চলছে মুরগী প্রতিপালন
সোমবার,২৫/০৫/২০১৫
676