কেরল হাইকোর্ট জানালেন মাওবাদী হওয়াটা অপরাধের নয়


রবিবার,২৪/০৫/২০১৫
333

 খবরইন্ডিয়াঅনলাইনঃ     কেরল হাইকোর্ট জানায়, মাওবাদী হওয়া কোনও অপরাধ নয়। মাওবাদী বলেই শুধুমাত্র কোনও ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করতে পারে না। একটি মামলার প্রেক্ষিতে এমনই দৃষ্টান্তমূলক পর্যবেক্ষণের কথা জানাল কেরলের উচ্চ আদালত। কেরল হাইকোর্টের বিচারপতি এ মোহামেদ মুস্তাক এদিন বলেন, “মাওবাদী হওয়া কোনও অপরাধ নয়। যদিও আমাদের প্রশাসনিক ব্যবস্থায় পুলিশের মাওবাদী সম্পর্কে ধারণা ভিন্ন রয়েছে।” তাঁর মতে, মানুষ নিজের ইচ্ছামতো ভাবনাচিন্তা করতে পারে। সেই অধিকার যেকারও রয়েছে। প্রশাসন বা সংবিধান তাতে হস্তক্ষেপ করতে পারে না। আরও জানান, তবে কেউ যদি হিংসার আশ্রয় নেয় বা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তবে অবশ্যই আইন মেনে কোনও ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। মাওবাদী সন্দেহে শ্যাম বালাকৃষ্ণণ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল কেরল পুলিশের স্পেশাল স্কোয়াড। সেই মামলায়ই এই কথা জানিয়েছে আদালত। একইসঙ্গে ক্ষতিপূরণ হিসাবে ১ লক্ষ টাকা ও মামলার খরচ হিসাবে আরও ১০ হাজার টাকা বালাকৃষ্ণণকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট