ইডেনে বাইশ গজের লড়াই আইপিএলের ফাইনাল


রবিবার,২৪/০৫/২০১৫
646

 খবরইন্ডিয়াঅনলাইনঃ     বাইশ গজে নামবে না নাইটবাহিনী৷ গ্যালারিতে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা যাবে না বলিউড বাদশা শাহরুখ খানকে৷ তা সত্ত্বেও জামাইষষ্ঠীর দিন ইডেনে ফাইনাল ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা৷ ২০১৩ সালের পুণরাবৃত্তি ঘটতে চলেছে রবিবাসরীয় ইডেনে৷ সেই রোহিত শর্মা বনাম মহেন্দ্র সিং ধোনি৷ সেই আইপিএল ফাইনাল ম্যাচ৷ সেবার সচিন টেন্ডুলকার ট্রফি হাতে তুলে নিয়ে আইপিএল-কে বিদায় জানিয়েছিলেন৷ অষ্টম আইপিএল-এর ট্রফি কোন রাজ্যে যায়, তা জানতে আর কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে৷ তবে নাইটহীন ইডেনে যে জৌলুস ও সেলিব্রেশনের কোনও ঘাটতি হবে না, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷

আইপিএল ফাইনালকে ঘিরে বলিউডও দ্বিধা-বিভক্ত৷ রোহিতের মুম্বাইয়ের জন্য গলা ফাটাতে এদিনই শহরে এসে ইডেনে পৌঁছে যাওয়ার কথা বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশনের৷ যুবভারতীতে আইপিএল আটের উদ্বোধনী অনুষ্ঠানে ‘এক পাল কা জিনা’-তে মঞ্চ কাঁপিয়েছিলেন তিনি৷ ফের ফাইনালে ভিআইপি গ্যালারিতে দেখা যাবে তাঁকে৷ সচিন টেন্ডুলকারের বড় ভক্ত কোনও মতেই ফাইনালের মহারণ হাতছাড়া করতে চান না৷

হৃত্বিক রোশনের পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ন্সের পতাকা দেখা যাবে ফারহান আখতারকেও৷ আপকামিং ফিল্মের প্রোমোশনে এদিনই শহরে এসেছে ফারহান, রণবীর সিং, অনিল কাপুররা৷ নিজেদের ছবির প্রচার শেষে ইডেনে পৌঁছে যাবেন তাঁরা৷ তবে ‘কাহানি মে টুইস্ট’ হল ছবিতে পাশাপাশি অভিনয় করলেও বাইশ গজে রণবীর ও ফারহান কিন্তু একে অপরের শত্রু৷ ফারহান মুম্বাইকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাইলেও রণবীর মনে প্রাণে চান তৃতীয়বারের জন্য ট্রফি জিতে যান ক্যাপ্টেন কুল৷ ছবি প্রোমোশনের অনুষ্ঠানে তিনি বলেন, ‘ফাইনাল ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছি৷ ধোনির দলের জন্য গলা ফাটাবো৷’ ইডেনে উপস্থিত থাকার কথা ছিল ছবির নায়িকা অনুষ্কা শর্মারও৷ বিরাট কোহলির আরসিবি ফাইনালে পৌঁছতে না পারলেও ছবির প্রচারের ফাঁকে ফাইনাল দেখার ইচ্ছে ছিল বান্ধবী অনুষ্কার৷ কিন্তু অতিরিক্ত গরমের জন্য শহরে আসতে পারেননি বলিউড ডিভা৷

সবমিলিয়ে ইডেনে আইপিএল আটের ফাইনালের উত্তেজনার পারদ চড়ছে৷ জামাইষষ্ঠীর দিনে কলকাতার জামাই ধোনি ইতিহাস পাল্টে দেন নাকি, সদ্য ‘এনগেজড’ রোহিত ভাবি স্ত্রীকে ট্রফি উপহার দেন, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট