বিকাশ সাহাঃ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের ছাত্রী সুদিপ্তা পাল রাজ্যে সম্ভাব্য একাদশ ও উত্তর দিনাজপুর জেলায় সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৭২ । সে বাংলায় পেয়েছে ৯৪, ইংরাজিতে ৯০, গণিতে ৯৮, জীবন বিজ্ঞানে ৯৯, ভৌতবিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯৪ ও ভুগোলে ৯৭ । স্বাভাবিক ভাবেই জেলার রায়গঞ্জের শিক্ষা মহল থেকে শুরু করে পড়িবারের লোকেরা ভীষণ খুশি। সুদিপ্তার বাবা গনেশ চন্দ্র পাল শিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন। কৃতি ছাত্রী সুদিপ্তা জানিয়েছে, আমার রেজাল্ট এতো ভাল হবে তা আমি আশা করতে পারিনি। আমি ভবিষ্যতে বিজ্ঞান বিভাগে পড়ে শিক্ষিকা হতে চাই।
উত্তর দিনাজপুর জেলার সম্ভাব্য প্রথম সুদিপ্তা পাল
শনিবার,২৩/০৫/২০১৫
682