খবরইন্ডিয়াঅনলাইনঃ অমিতাভ বচ্চনের শুটিং স্পটে এলোপাথারি গুলি চলল। এযেন একেবারে ফিল্মি দৃশ্য। মুম্বইয়ের গোঁরেগাও ফিল্ম সিটিতে শুটিংয়ের কাজ সারছিলেন অমিতাভ বচ্চন। সেখানে আচমকাই দুই দুষ্কৃতী বাইকে চেপে এসে এলোপাথারি গুলি ছুড়তে থাকে। ঘটনায় একজন আহত হয়েছে। সাধারণত অমিতাভের মতো হাই প্রোফাইল সেলেবসদের শুটিংয়ে প্রচুর নিরাপত্তা থাকে। সেই নিরাপত্তা গলে কীভাবে কোনও দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে স্টুডিওর ভিরতে ঢুকে পড়ল তা নিয়েই উঠছে প্রশ্ন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে দুপুর ২ টোর আশেপাশে। সেইসময় অমিতাভ বচ্চন সেখানে ছিলেন। এক দুষ্কৃতী ভিতরে এসে এলোপাথাড়ি গুলি চালায়। অমিতাভ বচ্চন ঘটনাস্থাল থেকে ২০ ফুট দূরে ছিলেন। পুলিশ সূত্র বলছে, অমিতাভকে হত্যার জন্য ওই দুষ্কৃতী আসেনি। তার লক্ষ্য ছিল অন্য কেউ। ঘটনায় যিনি আহত হয়েছেন তার পেটে ২টি গুলি ঢুকেছে। হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি.
অমিতাভ বচ্চনের শুটিং স্পটে গুলি চালাল দুষ্কৃতীরা, আহত ১ জন
শুক্রবার,২২/০৫/২০১৫
704